স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগায়ে জেলা পরিষদের অর্থায়ণে পুকুরের ঘাটলা নিমার্ণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে এই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ইশরাত জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম প্রমূখ।