প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবুর সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ থেকে প্রকাশিত অনলাইন সংবাদপত্র করাঙ্গী নিউজ পরিবার। গতকাল শনিবার দুপুর দেড়টায় নবীগঞ্জস্থ এমপির বাসভবনে সাংবাদিকরা এ মতবিনিময় করেন। মতবিনিময়ে উপস্থিত ছিলেন- করাঙ্গী নিউজ-এর সম্পাদক ও প্রকাশক সিদ্দিকুর রহমান মাসুম, নিবার্হী সম্পাদক আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক হুমায়ূন কবীর, বার্তা সম্পাদক কামরুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী ফারুক, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুর, করাঙ্গী নিউজ-এর বিশেষ প্রতিনিধি সমুজ আলী রানা, বাহুবল উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান মাসুক, নবীগঞ্জ উপজেলা যুব সংহতির সভাপতি সাংবাদিক সারওয়ার শিকদার প্রমুখ। এমপি মুনিব বাবু বলেন- বাংলাদেশ সৃষ্টিলগ্ন থেকে দেশের উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা ছিল, যা আজও আছে। গত ৫ জানুয়ারী নির্বাচিত হওয়ার পর নবীগঞ্জ-বাহুবলের উন্নয়নের জন্য সরকারের বরাদ্দ থেকে এ পর্যন্ত ৬৮ লাখ টাকার অনুদান পেয়ে কাজ করে যাচ্ছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন- চলতি সংসদ অধিবেশনে বাহুবল উপজেলাকে পৌরসভা, ফায়ার সার্ভিস, নবীগঞ্জ হাওয়র উন্নয়ন প্রকল্প এবং তার নির্বাচনী এলাকায় গ্যাস-বিদ্যুৎ, শিক্ষা, জরাজীর্ণ রাস্তা-ঘাট ও প্রয়াত অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়া হত্যাকান্ডের বিচার দাবিও জানিয়েছেন জাতীয় সংসদে। পরিশেষে নবীগঞ্জ-বাহুবল উপজেলাকে মডেল হিসেবে রূপান্তর করতে সাংবাদিকদের সহযোগীতা চেয়েছেন। এসময় মুনিম বাবু করাঙ্গী নিউজ-পরিবারকে ধন্যবাদ জানিয়ে তার ব্যক্তিগত পক্ষ থেকে একটি ‘ল্যাপটপ’ প্রদানেরও আশ্বাস দেন।