বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ গ্রেফতার খাদ্য সামগ্রী বিতরণকালে জিকে গউছ ॥ আওয়ামীলীগ সীমালঙ্গন করেছিল বলেই চরম ভরাডুবি হয়েছে ॥ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সরেজমিন তদন্ত না করেই আদালতে প্রতিবেদন ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা ফেরত না দিয়ে এক ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ লাখাইয়ে পুলিশ অভিযানে গাঁজাসহ ৩ আসামী গ্রেপ্তার কারাগারে থেকেও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আসামী হলেন ব্যবসায়ী আরেফিন রিয়াদ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত চা-বাগানে দুর্দিন ॥ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে মিরপুর সড়কে টমটম উল্টে শিশু নিহত সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৭তম প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্টিত চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক

খোশ আমদেদ মাহে রমজান ॥ আজ ২৩ রমজান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩২৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ আজ ২৩ রমজান। দেখতে দেখতে রমজান শেষের পথে। প্রতিবছর রমজান আসে হৃদয় গভীরে অনন্য পবিত্রতা ও পরিচ্ছন্নতার বিচ্ছুরণ ঘটাতে। বাংলাদেশে ইসলামের খবর আসে সপ্তম শতাব্দির বিশেষ দশকের দিকে। আরব দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক প্রাচীনকাল থেকেই ছিল। আরব বণিকরা বাংলার বন্দর ছুঁয়ে দূর প্রাচ্যে যেত। এ সব বণিকের বাণিজ্য জাহাজে করে সাহাবায়ে কেরামের কেউ কেউ চীন-সুমাত্রা যাবার পথে বাংলাদেশের বন্দরে সফর বিরতি দিয়ে এখানকার মানুষকে তৌহিদী চেতনায় উদ্বুদ্ধ করেন। হযরত উমর রাদিআল্লাহুতা’আলা আনহুর খিলাফতকালের মধ্যভাগ ৬৪০ খ্রিষ্টাব্দের দিকে এখানে দলে দলে ইসলাম প্রচারকগণ সমুগ্র পথে ও স্থল পথে আসতে থাকেন। সাহাবায়ে কেরামগণের যুগের পর তাবেয়ী যুগ থেকে এখানে ইসলাম প্রচারের ব্যাপকতা লাভ করে সুফীয়ায়ে কেরামের মাধ্যমে। সাহাবায়ে কেরামগণ এখানে কেউ থাকেননি। তাঁদের অনেকের মাজার শরীফ চীনের ক্যান্টন নগরীতে এখনও দৃষ্ট হয়। সুফিগণের যাঁরা এখানে এসেছেন তাঁদের অনেকেই এখানে ইসলাম প্রচার করে অন্য কোথাও চলে গেছেন, আবার অনেকেই এখানে স্থায়ী খানকা স্থাপন করে থেকে গেছেন। এ দেশেই তাঁরা বিয়েশাদি করেছেন। তাঁদের বংশধররা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত রয়েছেন। সপ্তম শতাব্দীর শেষ নাগাদ বাংলাদেশে ২৫টি, পরবর্তীকালে আর দশটি ইসলাম প্রচারক দল এই অঞ্চলে আসে। বৃহত্তর যশোরের দ্বারিয়াপুর অঞ্চলে সৈয়দ সানাউল্লাহ ওরফে শহীদ তিতুমীরের পূর্ব পুরুষ সৈয়দ শাহাদত আলী গাজী এখানে আসেন ইসলাম প্রচারের জন্য। হযরত বায়জীদ বোস্তামী এখানে এসেছিলেন, পরে তিনি স্বদেশে চলে যান। নেত্রকোনায় শাহ্ সুলতান রুমী, বগুরড়ার শাহ্ সুলতান বলখী, ঢাকার রামপাশে বাবা আদম শহীদের স্মৃতি রয়েছে। পরবর্র্তীকালে হযরত শাহ্জালাল, শাহ্ আলী বাগদাদী, হযরত আলাউল, হযরত নূর কুতুবুল আলম, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে যামান হযরত মাওলানা আবু বকর সিদ্দীকী, মওলানা আবু নসর আবদুল হাই সিদ্দিকী, ছারছীনার মওলানা নিসারুদ্দীন আহমদ, মাওলানা রূহুল আমীন, মাওলানা আহমদ এনায়েতপুরী, দ্বারিয়াপুর শরীফের কুতুবুল আলম হযরত মওলানা শাহ সুফী তোয়াজউদ্দিন আহমদ (রহঃ) সহ অসংখ্য আল্লাহর ওলীর অবদান রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com