প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র ২১ রমজান আমিরুল মোমেনিল শেরে খোদা মুশকিল কোশা হযরত সৈয়দদিনা ইমাম মাওলা আলী এর পবিত্র শাহাদত দিবস ও সৈয়দ আব্দুর রহিম হোসাইন চিশতী ওরফে মলাই মিয়া সাহেব এবং সুলতানশী হাবিলীর কামেল পীরজাদা সৈয়দ হাসান ইমাম হোসাইনী চিশতী ওরফে আওলিয়া মিয়া সাহেব এর পবিত্র বাৎসরিক ওরস পালিত হয়েছে। এতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য ভক্ত ও মুরিদান ও আকাশেনের সমাগম ঘটে। ওই দিন স্বাস্থ্য বিধি মেনে সারাত ব্যাপী ওয়াজ, মাহফিল ও জিকির আসকার করা হয়। ফজরের নামাজ শেষে আখিরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। অনুষ্ঠানের শান্তি শৃংখলা ও পবিত্রতা বজায় রাখতে ওরস উদযাপন কমিটির নেতৃবৃন্দরা দায়িত্ব পালন করেন।