স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গণ-পরিবহন চালু, শ্রমিকদের ১০ টাকা কেজি চাল, নগদ অর্থ দেয়াসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। একই সময়ে এই দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি প্রেরণ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ পৌরবাস টার্মিনাল থেকে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা। অবস্থান কর্মসূচিতে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হাবিবুর রহমান জিতুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সজিব আলীর পরিচালনায় বক্তব্য রাখেন আজিজুর রহমান, সাইদুর রহমান, নুরুল ইসলাম রাজু, আব্দুল আউয়াল, আহমম্মদ চৌধুরী ছায়েদ, আলী হোসেন, মোজ্জাম্মেল হোসেন, হাজী ফরিদ মিয়া, দিয়ারিছ মিয়া ও ইকবাল মিয়া প্রমূখ। বক্তারা বলেন-সরকারি চলমান লকডাউনে ট্রাক, পাইভেটকারসহ কয়েকটি পরিবহন চলাচল রয়েছে। কিন্তু বাস পরিবহন বন্ধ থাকার কারণে হবিগঞ্জের ১১ হাজার শ্রমিকরা বেকার জীবন যাপন করছেন। এ অবস্থায় তারা পরিবারের সদস্য অনাহারে অধাহারে দিন কাটাচ্ছেন। তাদের কোন ধরণের সহযোগিতা প্রদান করা হচ্ছে না। অবিলম্বে এসব শ্রমিকদের ১০ টাকা কেজি ধরে চাল, নগদ অর্থ দেয়ার দাবি জানান তারা। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে গণ-পরিবহন চালু দাবি জানানো হয়। অন্যথায় পরিবহন শ্রমিকরা তীব্র আন্দোলন ঘরে তুলবে বলে হুশিয়ারী উচ্ছারণ করেন। শেষে শ্রমিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মতবিনিময় করেন। এ সময় তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে গণপরিবহন চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করেন।