নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরতলীর হিরা মিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর জনৈকা ছাত্রীকে পথরোধ করে যৌন হয়রানি ও ইভটিজিং করার দায়ে শাহ আব্দুল মুমিন চৌধুরী নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত যুবক পৌর এলাকার চরগাওঁ গ্রামের শাহ সুন্দর মিয়ার ছেলে।
জানাযায়, নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল ইসলামের স্কুল পড়ুয়া মেয়ে কাসপিয়া বিনতে ইসলাম গতকাল বৃহস্পতিবার বিকালে পরীক্ষা শেষে হিরা মিয়া গার্লস স্কুল রোডস্থ বাসা ফাতেহা ভিলায় ঢুকার সময় বাসার সিড়ির নিকট পৌছামাত্র ওই বাসায় পাইপের কাজে নিয়োজিত শ্রমিক বখাটে আব্দুল মুমিন চৌধুরী শিশু মেয়েটিকে ঝাপটে ধরে ইভটিজিং ও যৌন হয়রানী করে। এ সময় তার শোরচিৎকারে দু’তলা ও তৃতীয় তলা বাসা থেকে মেয়েটির মা-বাবা ও অন্যান্য লোকজন ছুটে এসে ছেলেটিকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পৌছেন। সাথে সাথে পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, জেকে হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন। এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ লুৎফর রহমান ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের অভিযোগ ও আটককৃত বখাটের স্বীকার উক্তি মূলক জবান বন্দি প্রদান করায় তাকে ভ্রাম্যমান আদালত উপরোক্ত আদেশ প্রদান করেন।