বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

আজ পবিত্র শবেবরাত

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ জুন, ২০১৪
  • ৪১১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ আজ শুক্রবার দিনগত রাত পবিত্র শবেবরাত। পবিত্র মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে প্রতি বছর আরবি শাবান মাসের ১৫ তারিখে এ রাত আসে। ফার্সি ‘শব’ শব্দটির অর্থ রাত, আর ‘বরাত’ শব্দের অর্থ ভাগ্য। বিশেষ এ রাতে মহান আল্লাহতায়ালা আগামী এক বছরের জন্য মানুষের রিজিক, জন্ম-মৃত্যু ইত্যাদি বিষয় নির্ধারণসহ তার সৃষ্ট জীবের ওপর অসীম রহমত নাজিল করে থাকেন বলে এ রাতকে শবেবরাত বা ভাগ্যরজনী বলা হয়। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে শবেবরাত সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত। আজ শুক্রবার সূর্যাস্তের পরই শুরু হবে পবিত্র এ রজনী। শনিবার সূর্যোদয় পর্যন্ত এ রাতের ফজিলত অব্যাহত থাকবে।
শবেবরাত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নির্দেশ প্রদান করেছেন, তা হলো এ রাতে তোমরা বেশি বেশি নফল নামাজ আদায় কর এবং পরবর্তী দিনে রোজা রাখ। সূর্য অস্তমিত হওয়ার পর থেকে আল্লাহ রাব্বুল আলামীনের নূরের তাজাল্লি পৃথিবীর কাছাকাছি আসমানে প্রকাশ পায়। তখন আল্লাহপাক বলতে থাকেন আছে কি কেউ ক্ষমাপ্রার্থী? যাকে আমি মাফ করব, আছে কি কেউ রিজিকপ্রার্থী? যাকে আমি রিজিক প্রদান করব। আছে কি কেউ বিপদগ্রস্ত? যাকে আমি বিপদমুক্ত করব। আল্লাহপাকের মহান দরবার থেকে প্রদত্ত এই আহ্বান অব্যাহত থাকে ফজর পর্যন্ত। বস্তুত শবেবরাত হলো আল্লাহপাকের মহান দরবারে প্রার্থনার বিশেষ সময়। আল্লাহপাকের নৈকট্য ও সান্নিধ্যলাভের এক দুর্লভ সুযোগ এনে দেয় এই শবেবরাত। অতএব, প্রতিটি কল্যাণকামী মানুষের প্রধানতম কর্তব্য হলো এ সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করা। আল্লাহপাকের ইবাদত-বন্দেগিতে পূর্ণ রাত অতিবাহিত করা। সারাবিশ্বের মুসলমানরা আল্লাহর রহমত লাভের আশায় বিশেষ ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ রাতটি অতিবাহিত করেন। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও বিশেষ গুরুত্বের সঙ্গে এ রাতটি কাটান। ইবাদত-বন্দেগি ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয় রাতটি। বিশেষ করে প্রায় সবাই সাধ্যমত দান-খয়রাত করে থাকেন। সবার ঘরে আয়োজন করা হয় হালুয়া ও গোশত-রুটিসহ নানারকমের খাবার। আত্মীয়স্বজন ও গরিবদের মধ্যে এসব খাবার বিতরণ করা হয়। শবেবরাত উপলক্ষে সারাদেশের মসজিদে মিলাদ মাহফিল, নফল নামাজ, জিকির-আসকার ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। আত্মীয়স্বজনের কবর জিয়ারত এবং দান-খয়রাত করবেন ধর্মপ্রাণ মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com