বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

বাহুবলের কলেজ ছাত্রকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করার ঘটনায় আটক শোয়েব চৌধুরী কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের হামিদনগরে এক লন্ডন প্রবাসীর মার্কেট দখলে বাঁধা দেয়ায় হাসান চৌধুরী নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাত ক্ষত-বিক্ষত করার ঘটনাকে কেন্দ্র করে আটকৃত শোয়েব চৌধুরীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। শোয়েব চৌধুরী ওই উপজেলার শইছা-শংকরপুর গ্রামের মরহুম কাইয়ূম চৌধুরীর ছেলে। গতকাল বেলা ২ টার দিকে বাহুবল থানা পুলিশ তাকে কারাগারে প্রেরণ করেছে। এ ঘটনায় আহত হাসানের পিতা আবুল সালেহ চৌধুরী বাদী হয়ে আটক শোয়েব চৌধুরী সহ কয়েকজনের বিরুদ্ধে বাহুবল থানায় একটি মামলা দায়ের করেছেন। উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলা টুনাকান্দি গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী প্রাক্তন কমিউনিটি লিডার মরহুম হাজী মকসুদ আলী ১৯৭৮ সালে তার শ্বশুর বাহুবল শইছা-শংকরপুর গ্রামের মরহুম হাজী আব্দুস শহীদ চৌধুরী পরামর্শক্রমে বাহুবল উপজেলা সদরের হামিদনগরে জায়গা ক্রয় করে মার্কেট নির্মাণ করেন। মার্কেট নির্মানের পর তিনি দেখাশোনা করে আসছিলেন। ২০০৫ সালে হাজী মকসুদ আলী মারা যান। তার উত্তাধিকারী হিসেবে মার্কেটের মালিক হাজী মোবাশ্বির মোঃ মর্তুজ আলী পরবর্তীতে মার্কেটটি দেখাশোনা করে আসছিলেন। এক পর্যায়ে হাজী মর্তুজ আলী মার্কেটের ভাড়া উত্তোলনের জন্য তার খালাতো ভাই মুনশেদ আলীকে দায়িত্ব দেন। কিন্তু মার্কেটের ভাড়া উত্তোলন করতে গেলে তাকে বাঁধা প্রদান করেন মর্তুজ আলীর মামাতো ভাই শোয়েব চৌধুরী। এ নিয়ে শোয়েব চৌধুরী সাথে মুনশেদ আলীর বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে শোয়েব চৌধুরী মুনশেদ আলীকে প্রাণনাশের হত্যারও হুমকি দেন এবং তার উপর হামলা চালায়। এতে মুনশেদ আলী হামলার স্বীকার হয়ে পরবর্তীতে আর মার্কেটের ভাড়া উত্তোলনে যাননি। এ সুযোগে শোয়েব চৌধুরী কিছু লোকের সহযোগিতা নিয়ে ২০১৩ সাল থেকে জোর পূর্বক ভাবে ওই মার্কেটের ভাড়া উত্তোলন করে আসছেন। সম্প্রতি মার্কেটের মালিক লন্ডন প্রবাসী মর্তুজ আলীর মেজ মামার ছেলে বাহুবল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র হাসান অন্যায়ের প্রতিবাদ করে শোয়েবের অবৈধ কাজে বাঁধা দেন। এ নিয়ে শোয়েবের সাথে হাসানের বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে ৩ মাস পূর্বে হাসানের বাড়িতে গিয়ে তার মা-বাবাকে মারধোর করে আসে। এ বিষয়টি হাসানের মা-বাবা স্থানীয় মুরুব্বীয়ানদের অবগত করলে আরো বেপরোয়া হয়ে উঠে শোয়েব। এ প্রেক্ষিতে ৩ দিন পূর্বে শোয়েব দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাসানের বাড়িতে হামলা চালায়। এ সময় হাসানকে বাড়িতে না পেয়ে শোয়েব চৌধুরী হাসানের মাকে আবারও মারধোর করে। পরবর্তীতে হাসান বাহুবল থানায় গিয়ে শোয়েবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের খবর পেয়ে শোয়েব ক্ষিপ্ত হয়ে গতকাল রবিবার বিকেলে বাড়িতে যাওয়ার সময় হামিদনগর সিএনজি স্ট্যান্ড এলাকায় হাসানকে একা পেয়ে শোয়েব তার উপর ছুরিকাঘাত করতে থাকে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে হাসানকে রক্ষা করে। পরে হাসানকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ বিষয়টি বাহুবল থানা পুলিশকে অবগত করা হলে এসআই অমল কুমার রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শোয়েবকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে। এ সময় শোয়েবের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ছুরাটি উদ্ধার করা হয়। আটককৃত শোয়েবের বিরুদ্ধে অভিযোগসহ নানা অনিয়মের অভিযোগ করেছেন আহত হাসানের স্বজনরা। তারা শোয়েবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে মার্কেটটির প্রকৃত মালিক মরহুম হাজী মকসুদ আলীর সন্তান লন্ডন প্রবাসী মর্তুজ আলী কাছে হস্তান্তরের দাবি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com