স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম তসকির (৪০) ও তার সহযোগি পরিমল হোসেন ওরুফে আশিকুর রহমান (৪২) কে ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। শফিকুল ইসলাম তসকির রাজিউড়া ইউনিয়নের জালাবাদ (শৈলকুপা) গ্রামের সুরৎ আলী সর্দারের ছেলে ও পরিমল হোসেন ওরুফে আশিকুর রহমান একই গ্রামের ইয়াদুল হোসেন দৌলত মিয়ার ছেলে।
গতকাল রবিবার সন্ধ্যায় হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সেপেক্টর গোলাম মোস্তফা বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করেন। এ সময় তাদেও ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তÍুতি চলছে।