স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল পশ্চিম পাড়া গ্রামে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই আহত হয়েছে। দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। আহত বড় ভাই হচ্ছে আব্দুল গনি (৩৫)। হামলাকারী ছোট ভাই হচ্ছে মনি মিয়া। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-দুই ভাই আব্দুল গনি ও মনি মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল দু’ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মনি ক্ষিপ্ত হয়ে বড় ভাই গনি মিয়ার উপর হামলা চালায়। এতে সে আহত হয়। তাকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।