স্টাফ রিপোর্টার ॥ লাইসেন্সবিহীন এসিড বিক্রি ও ব্যবহার বন্ধে এসিড বিক্রেতা ও ব্যবহারকারীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় এসিড কাউন্সিল হবিগঞ্জ জেলা কমিটি ও ব্র্যাক’র আয়োজনে এবং এসিড সারভাইভরস ফাউন্ডেশন এর সহযোগিতায় গতকাল বৃহষ্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুর রউফ, ব্র্যাক প্রতিনিধি ফিরোজ ভূইয়া। সভায় বক্তারা বলেন, ১৯৯৯ সাল থেকে ২০১৪ এর ১২ জুন অর্থাৎ ১৫ বছরে হবিগঞ্জে ৬৬ জন নারী ও কিশোরী এসিড সন্ত্রাসের শিকার হয়েছে। সভায় জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেন, এসিড সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, হবিগঞ্জে লাইসেন্স ছাড়াই মাইক, স্বর্ণ ব্যবসায়ীসহ অনেকে এসিড ব্যবহার করছে। তাই লাইসেন্সবিহীন এসিড ব্যবহারকারী স্বর্ণ ব্যবসায়ীসহ সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।