প্রেস বিজ্ঞপ্তি ॥ সর্বস্তরের জনগনকে নিয়ে হবিগঞ্জ শহরে শাহিন ষ্টোরে ডাকাতি ও কিতাব আলী হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠতি হয়ছে।েগতকাল ইনাতাবাদ আবাসিক এলাকা থেকে শুরু করে জেলাপ্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং হবিগঞ্জ সদর আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, জেলা প্রশাসক জয়নাল আবেদীন, পুলিশ সুপার কামরুল আমীন, মেয়র আলহাজ্ব জি কে গউস এর কাছে স্বারক লিপি দেওয়া হয়। পথ সভায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়ালের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাংগঠনকি সম্পাদক নুরুল আমনি এর পরিচালনায় বক্তব্য রাখেন, বিশষ্ট মুরুব্বি জেলা স্বেচ্ছাসবেক লীগের সহ-সভাপতি মোঃ আব্দুর রউফ, আমরি আলী, নুরুদ্দিন মিয়া, ফটিক মিয়া, আব্দুল বারকি, সাবকে কমশিনার মজিানুর রহমান মিজান, ৬নং ওয়ার্ড কমিশনার শেখ নুর হোসেন, অ্যাডঃ এনামুল হক এনাম, আব্দুল হাই, আব্দুস শহীদ, নাছির মিয়া, শফিক মিয়া, জনাব আলী, পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারন সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, ক্বারী মিজানুর রহমান, সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়লে, সৈয়দ কাউছার আহমেদ, শেখ রহমত আলী, আব্দূল মালেক, হারুন মিয়া বেরাল হোসেন, শেক মুখলিছুর রহমান, নানু মিয়া, রুহুল আমীন, রহিম উদ্দিন, কতুব আলী, সামছুল হক, নানু মিয়া। পথসভায় বক্তারা বলনে, শাহীন স্টোরের মালিক কিতাব আলীকে হত্যার পর খুনিরা তার ছেলে এনামুল হক শাহীনকে বিভিন্নভাবে হত্যার চেষ্টা করছে এবং মামলা তুলে নেয়ার জন্য প্রাণনারশের হুমকি দিচ্ছি। গত কয়কেদিন যাবত শাহীনের বাড়িতে ও দোকানে রাতের বলো ওইসব হুমকিদাতারা বার বার তার উপর হামলা করার জন্য চষ্টো করে আসছে। প্রশাসনের কাছে অনুরোধ কিতাব আলীর হত্যাকারীদরেকে অবিলম্বে গ্রেফেতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য।