আজিজুল ইসলাম সজীব ॥ জেলার গোয়েন্দা পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে ১২০ পিছ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হল :- চুনারুঘাট উপজেলার বড়খের গ্রামের সিরাজ মিয়ার পুত্র আমির আলী (২০)। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ আল-আমিন এর দিক-নির্দেশনায় গোয়েন্দা পুলিশের এসআই মোঃ মোজাম্মেল মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্বে আমরোড বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আমির আলী (২০)। গতকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আটক আমিরের দেহ তল্লাশি করে নীল রঙের প্যাকেটে ১২০ পিছ মরণ নেশা ইয়াবা উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী বিভিন্ন সময় বিভিন্ন অভিনব কায়দায় হবিগঞ্জ জেলা বিভিন্ন জায়গা থেকে এনে বড় মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা পাচার করে আসছিল। তিনি বলেন, গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।