নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামের পুর্ব বিরোধের জের ধরে গত সোমবার রাতে হামলায় বিজিত দাশের উপর হামলার ঘটনায় পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিজিত দাশ মেটন এর স্ত্রী সুপ্রিয়া রানী দাশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর গণ্যে রুজু করার জন্য ওসি নবীগঞ্জকে নির্দেশ প্রদান করেন। এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আহত বিজিত দাশ মেটন এর অবস্থা এখনো আশংকাজনক বলে পারিবারিক সুত্রে জানা গেছে। আহত বিজিত দাশ মেটন ওই গ্রামের বিরেন্দ্র দাশ ঝাড়ুর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের ফতেহপুর গ্রামের রাবন দাশে’র ছেলে জ্যোতিষ দাশ প্রায় ৫/৬ বছর আগে পৌর এলাকার গয়াহরি গ্রামে নিজস্ব ভূমি ক্রয় করে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। জ্যোতিষ দাশ ও বিজিত দাশ মেটন এর মধ্যে বিভিন্ন বিষয়ে নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত সোমবার (২৬ এপ্রিল) বিজিত দাশ হাওর থেকে ধান কাটা শেষে বাড়িতে ফেরার পথে রাত সোয়া ৭টার দিকে জ্যোতিষ দাশের বাড়ির সামনে আসা মাত্র একদল দুর্বৃত্ত বিজিত দাশের উপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্রের আঘাতে বিজিত গুরুতর আহত হন। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিজিত দাশকে উদ্ধার এবং জ্যোতিষ দাশকে তার ঘরে আটকে রাখে। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে জ্যোতিষ দাশকে আটক করে।