প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র মাহে রমজানের ৩০ দিনই ইফতারের আয়োজন করা হয় চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক মুড়ারবন্দ দরবার শরীফের সিপাহসালাহ সৈয়দ নাছির উদ্দিন (রহ:) আল মাদানী সহ ১২০ আউলিয়ার মাজারে। এতে যোগ দেন বিভিন্ন মুসাফির ও আগত ভক্তবৃন্দরা। এই আয়োজনে মূখ্য ভূমিকা পালন করেন দরবার শরীফের খাদেম সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ মুরাদ আহাম্মদ চিশতী।
গতকাল বৃহস্পতিবার উপলক্ষ্যে ছিল কিছু বাড়তি আয়োজন। কারণ প্রতি বৃহস্পতিবারে মাজারে ভক্ত ও আশেকানদের আগমন অন্য যে কোন দিন থেকে বেশি তাকে। স্বাস্থ্য বিধি মেনে ইফতার মাহফিলে যোগ দেন আগত ভক্তবৃন্দ ও আশেকানরা। ইফতারের পূর্বে জিকির আসকার ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মুরারবন্দ দরবার শরীফের খাদেম সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ মুরাদ আহাম্মদ চিশতী।