স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ তেঘরিয়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই গ্রামের মৃত আলফু মিয়া সর্দারের পুত্র ফরিদ মিয়া সর্দার (৫৫), সহিদ মিয়া (৪৫) ও আব্দুল আওয়াল (২৫) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ওই গ্রামের মৃত ছুরত আলীর পুত্র তোরাব আলীর সাথে ফরিদ মিয়া সর্দারের বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে সংঘর্ষ হয়। এ ব্যাপারে সদর থানায় অভিযোগ দেয়া হয়েছে।