বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ ধান চাউল মালিক সমিতির সদস্য এন.এম ফজলে রাব্বী রাসেল ও মঈন উদ্দিন চৌধুরী সুমনের উপর পুলিশ এসল্ট মামলা ও দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক সুশান্ত দাশ গুপ্তের দায়েরকৃত উদ্দেশ্যমূলক মিথ্যা মামলায় আসামী করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হবিগঞ্জ ধান চাউল মালিক সমিতির নেতৃবৃন্দ। গতকাল বুধবার রাতে এক বিবৃতিতে হবিগঞ্জ ধান চাউল মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক এম.এ মোতালিব মিয়া সমিতির পক্ষে এ নিন্দা জানান। একই সাথে মামলাটি প্রত্যাহারেরও দাবী জানান হবিগঞ্জ ধান চাউল মালিক সমিতির সকল নেতৃবৃন্দ। এ সময় বক্তারা আরও বলেন যদি এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয় তবে সকল ব্যবসায়ীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুশিয়ারী দেন।