স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কে মাইক্রো চাপায় এক শিশু আহত হয়েছে। গতকাল বিকেলে লোকড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। আহত শিশুটি হচ্ছে লোকড়া গ্রামের ইলিয়াছ মিয়ার মেয়ে সোমা আক্তার (৫)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গতকাল বিকেলে সোমা আক্তার বাড়ির পার্শ্ববর্তী সড়কে খেলা করছিল। এ সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে সে আহত হয়। সাথে সাথে তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।