প্রেস বিজ্ঞপ্তি ॥ দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রকাশনা বন্ধ ও পত্রিকাটির সম্পাদক সুশান্ত দাশগুপ্তের অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছে হবিগঞ্জ পৌর যুবলীগ। গতকাল বুধবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সভায় এ দাবি জানানো হয়। সভায় যুবলীগ নেতৃবৃন্দকে জড়িয়ে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও জানান তারা। পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন খানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জুয়েলুর রহমানের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক সজল খান, অ্যাডভোকেট আলী আফজাল আপন, এমএ মামুন, আমীর উদ্দিন জিসান, জসিম উদ্দিনসহ পৌর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সুশান্ত দাশগুপ্ত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার পরিচয় দিয়ে হবিগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েম করতে চান। তিনি প্রকাশ্যে অবৈধ অস্ত্রের ব্যবহার করেছেন। সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্পর্কে মিথ্যা সংবাদ প্রকাশ করে তাদের মানহানী করে যাচ্ছেন। তারা বলেন, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রকাশনা বন্ধের জন্য সমাজের নানা শ্রেণী পেশার লোকজন দাবি জানাচ্ছেন। সেই সঙ্গে তার অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানাচ্ছেন। হবিগঞ্জ পৌর যুবলীগও সুশান্তের এই সকল কার্যকলাপ বন্ধের স্বার্থে এই দাবির সাথে একাত্মতা পোষণ করেছে। সভায় বক্তারা, পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান মোহন, যুবলীগ নেতা আমিনুল ইসলাম, কাঞ্চন মিয়াসহ আওয়ামী লীগ, জেলা ও সদর উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।