নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামের পুর্ব বিরোধের জের ধরে গত সোমবার রাতে একদল দুর্বৃত্তের হামলায় বিজিত দাশ মেটন (৩৫) গুরুতর আহত হয়েছে। সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। আহত বিজিত দাশ মেটন ওই গ্রামের বিরেন্দ্র দাশ ঝাড়ুর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের ফতেহপুর গ্রামের রাবন দাশে’র ছেলে জ্যোতিষ দাশ প্রায় ৫/৬ বছর আগে পৌর এলাকার গয়াহরি গ্রামে নিজস্ব ভূমি ক্রয় করে স্থায়ীভাবে বসবাস করে আসছে। প্রায় প্রতিদিন জ্যোতিষ দাশ মদ পান করে গ্রামের কোন না কোন বাড়িতে গিয়ে অশ্লীল ভাষায় গালমন্দ করে আসছে। এতে গ্রামবাসী অতিষ্ট হয়ে উঠেছে। বিজিত দাশ মেটন এর এর প্রতিবাদ করায় জ্যোতিষ দাশ তার উপর উপর ক্ষিপ্ত হয়। এর জের ধরে গত সোমবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে বিজিত স্থানীয় হাওর থেকে বাড়িতে ফেরার পথে ৪/৫ জনের একদল দুর্বৃত্ত বিজিত দাশের উপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন স্থান ক্ষত বিক্ষত হয়ে পড়ে। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মুমূর্ষ অবস্থায় বিজিতকে উদ্ধার এবং জ্যোতিষ দাশকে তার ঘর ঘেরাও করে রাখে। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে জ্যোতিষ দাশকে আটক করে। গতকাল মঙ্গলবার তাকে কোর্টে চালান দেয়া হয়। এদিকে আহত বিজিতের অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। বর্তমানে সেখানে বিজিত মৃত্যুর সাথে পাঞ্জালড়ছে বলে তার পরিবার সুত্রে জানা গেছে।