চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে আমকান্দি গ্রামের দিলবর আলীর বসতবাড়ীতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। এ ঘটনার জন্য প্রতিপক্ষকে দায়ী করছেন দিলবর আলী। এ ব্যাপারে একই গ্রামের কয়েকজনকে আসামী চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন দিলবর আলী। যাদের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে তারা হলেন শেকুল ইসলাম, সামছুল ইসলাম ও সেলিম মিয়া সহ অজ্ঞাতনামা ৪/৫জন। তাদের সাথে দিলবর আলীর পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে গেছে বলেও উল্লেখ করা হয়।