প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে ভাষা সৈনিক, বীরমুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরীর কন্যা সাবেক এমপি কেয়া চৌধুরীর ব্যক্তিগত প্রচেষ্টায় ¯œানঘাট ইউনিয়নের সমুদ্রফেনায় তাঁর দানকৃত সম্পত্তিতে শোকর গোজার দাতব্য প্রতিষ্ঠান নামে একটি সেবামুল প্রতিষ্টান গড়ে তোলা হয়েছে। শোকরগোজার প্রার্থণালয়ের আয়োজনে গত সোমবার একটি ব্যতিক্রমধর্মী ইফতার সেবার আয়োজন করা হয়। ইফতার সেবায় বিভিন্ন গ্রাম থেকে আগত পথচারী ও দিনমজুররা আন্তরিকভাবে এই সেবা গ্রহণ করেন।
এ প্রসঙ্গে কেয়া চৌধুরী বলেন, সুবিধাবঞ্চিত মানুষকে বহুবিদ সেবা প্রদানের জন্য শোকরগোজার দাতব্য প্রতিষ্ঠানটি গড়ে তুলা হচ্ছে। সেবা দানের পাশাপাশি সাফল্যের সরল পথে’ ‘মানুষকে আহবান করাই শোকরগোজার- এর কাজ।