প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে সভাপতি প্রার্থী এ.কে.এম শিবলীর সমর্থনে গতকাল এক পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় বাজারের অনেক ব্যবসায়ী ভোটার উপস্থিত ছিলেন। এ সময় এ.কে.এম শিবলী তার বক্তব্যে বলেন-নির্বাচিত হলে কাজীগঞ্জ বাজারকে একটি আদর্শ বাজার হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। এছাড়াও তিনি বাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং নির্বাচিত হলে তার সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি অতীতে বাজারের বিভিন্ন কর্মকান্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মরহুম ছালাম মিয়া, মরহুম (সাবেক চেয়ারম্যান) আজিজুর রহমান চৌঃ ছুরুক মিয়া ও মরহুম সাবেক চেয়ারম্যান আনোয়ার মিয়ার অবদানের কথা স্মরণ করেন। তাদের রুহের মাগফিরাত কামনা করেন। পরিশেষে তিনি আগামী ১৪ তারিখের নির্বাচনে ভোটারদের কাছে আনারস মার্কায় ভোট চান। এতে অরো বক্তব্য রাখেন ব্যাবসায়ী জনাব একলিমুর রেজা প্রমুখ।