স্টাফ রির্পোটার ॥ মাধবপুরে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় শাহজাহান মুন্সী (২) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং আবু কালাম (৩০) কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলার সহকারি কমিশনার ভূমি উপজেলার গাংঙ্গাইল এলাকায় সোনাই নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বড়শানগড় এলাকার চান মিয়া মুন্সীর ছেলে শাহজাহান মুন্সীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দুপুর ২টায় পৃথক অভিযান চালিয়ে উপজেলার বহরা ইউনিয়নের কাশিমনগর রেলওয়ে স্টেশনের কাছে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় রহমত আলীর ছেলে আবু কালামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মাধবপুর ও কাশিমনগর থানা পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।