স্টাফ রিপোর্টার ॥ শিশু ও নারী যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের অধীনে জেলা তথ্য অফিসের আয়োজনে ও বাহুবল উপজেলা প্রশাসনের সহযোগীতায় বাহুবলে এক ওরিয়েন্টেশন অনুষ্টিত হয়েছে।
স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে অনুষ্টিত ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও বিধুর কান্তি সাহা।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক’র সভাপতিত্বে অনুষ্টিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ মনির হোসেন। সভায় ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি, তথ্য অফিসের কর্মচারীবৃন্দ সহ সৃধীজন উপস্থিত ছিলেন।
সভায় যৌতুক, বাল্য বিবাহ প্রতিরোধ, স্যানিটেশন, পরিবশে, জন্ম নিবন্ধন, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্বের বিষয়ে ক্রমান্বয়ে আলোচনা করা হয়।