প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের প্রধান সড়কের নির্মাণ কাজ দ্রুত শুরু করার দাবীতে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। হবিগঞ্জ সম্মিলিত নাগরিক এর পক্ষ থেকে গতকাল এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, সিলেটের ঠিকাদারী প্রতিষ্টান শহরের কোর্ট মসজিদের সামনে থেকে খোয়াই নদীর ব্রিজ পর্যন্ত ১.৯ কিলোমিটার রাস্তার কাজ করার জন্য গত ১৯ জানুয়ারী কার্যাদেশ পায়। কিন্তু এখনও কাজ শুরু করেনি ওই ঠিকাদারী প্রতিষ্ঠান। জনস্বার্থে রাস্তার নির্মাণ কাজ দ্রুত শুরু করার জন্য স্মারকলিপিতে দাবী জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত নাগরিক আন্দোলনের সভাপতি পীযূষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সহ সভাপতি শাহ আশিকুর রহমান ও হুমায়ুন।