স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার শংকরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে একই বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতির বিরুদ্ধে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার নিরাপত্তার জন্য হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষিকা। প্রধান শিক্ষিকা জানান, ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মহিবুল হাসান নোমান গত মঙ্গলবার দুপুরে টাকা উত্তোলনের জন্য চেক নিতে আসেন। উক্ত চেকে টাকার পরিমান কম থাকায় তিনি শিক্ষিকার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। এক পর্যায়ে শিক্ষিকাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা নেয়ার জন্য তিনি প্রশাসনের দৃষ্টি কামনা করেন।