স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে গতকাল ২৬ এপ্রিল জেলার বিভিন্ন স্থানে ৪টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ৪৬ জনকে ১৩ হাজার ২’শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তাছাড়া স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে জনগণকে সচেতন করা হয়।