চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বিভিন্ন অভিযোগে সুমীসহ ৩ জনকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। গতকাল সোমবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার কবিলাশপুর গ্রামের ইব্রাহিম মিয়ার কন্যা কুলসুমা আক্তার রিনা ওরফে সুমী (২১), উবাহাটা গ্রামের উসমান আলীর ছেলে আক্কাছ (৩৫), বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের মোদারপুর গ্রামের মানিক মিয়ার ছেলে ব্যবসায়ী হাফিজুর রহমান হাফিজ (২২)। এ সময় তাদের আরেক সহযোগী পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে উত্তর বাজারে সুমী ও তার স্বামী আক্কাছ ভাড়াটে বাসায় হাফিজকে ডেকে নিয়ে নগ্ন ছবি তুলে ৫ হাজার টাকা হাতিয়ে নেয়। বিষয়টি সন্দেহ হলে কাউন্সিলর শামীম লস্কর স্থানীয় লোকজনকে নিয়ে সুমী, আক্কাছ ও হাফিজকে আটক করে। খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মন এর নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে থানায় নিয়ে নিয়ে যান। ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম।