নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামের সোহাব উল্লার পুত্র মোফাজ্জল (২৭ কে রাতের আধাঁরে ধারালো অস্ত্র দিয়ে হাত পায়ের রগ কাটলো একদল দুর্বৃত্ত। গত ২৪ এপ্রিল শনিবার রাতে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধাঁরে ধারালো অস্ত্র দিয়ে মোফাজ্জলকে হাত পায়ের রগ কেটে পুরানগাও স্কুলের পাশে ফেলে যায়। মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে আসে নবীগঞ্জ থানা পুলিশ। এ সময় গুরুতর আহত মোফাজ্জলকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।