প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র শবে বরাত উপলক্ষে হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল। গতকাল বৃহস্পতিবার বাদ-আছর পৌরভবনে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। মিলাদ মাহফিলের শুরুতে শবেবরাতের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চৌধুরী বাজার জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মেয়র আলহাজ্ব জি কে গউছ, কাউন্সিলর মোঃ মাহবুবুল হক হেলাল, শেখ নুর হোসেন, মোঃ জাহির উদ্দিন, মোঃ আলমগীর প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন শায়েস্তানগর টাউন মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা আব্দুল মোছাব্বির চৌধুরী।