নবীগঞ্জ প্রতিধিনি ॥ নবীগঞ্জ পৌরসভার শিবপাশা গ্রামে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দিবাগত রাতে। সরেজমিনে গিয়ে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা গ্রামে ডিড রাইটার বিভূ আচার্য্যরে (বিনয় ভবনের) দ্বিতীয় তলার তালা ভেঙে চুরের দল ঘরে প্রবেশ করে প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। বিনয় ভবনের স্বত্তাধিকারী ডিড রাইটার বিভূ আচার্য্য জানিয়েছেন, তার নতুন ভবনে কাজ করানোর জন্য ১ লক্ষ টাকার স্যানিটারি ফিটিংস ও ইলেকট্রনিক সামগ্রী ক্রয় করে রেখেছিলেন। চুরি হওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সুশীল সমাজের নেতৃবৃন্দ।