মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং হাওরে বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় বানিয়াচং সদরের আনজন হাওরে এ উৎসব অনুষ্ঠিত হয়। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সঞ্চালনায় ও হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ ৩ আসনের সাংসদ এডভোকেট মোঃ আবু জাহির, কৃষি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম, বিএডিসির চেয়ারম্যান (গ্রেড ১) ড. অমিতাভ সরকার, কৃষি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর, পুলিশ সুপার মোহাম্মদ উল্যা, কৃষি অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, কৃষি অধিদপ্তর খামারবাড়ী হবিগঞ্জ এর উপ পরিচালক মোঃ তমিজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক বলেন, লটারীর মাধ্যমে প্রকৃত কৃষকদের কাজ থেকে ধান ক্রয় করা হবে। এক্ষেত্রে কোন ধরনের রাজনৈতিক কিংবা সামাজিক প্রভাবের কারনে কৃষক যেন ধান দেয়া থেকে বঞ্চিত না হয় সে বিষয়টি কঠোরভাবে নজরদারীতে রাখা হবে। তিনি আরও বলেন, কৃষকরা যাতে ধানের ন্যায্যমূল্য পান সেজন্য কাজ করছে সরকার। এবার কৃষকের খরচ বাদ দিয়ে যাতে লাভ থাকে সেভাবেই ধানের মূল্য নির্ধারণ করা হচ্ছে। ধানের মন এক হাজার টাকার নিচে হবে না। ১৪ লাখ টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার। গত বোরো মৌসুমে ধানের ভালো উৎপাদন হয়েছিল। কিন্তু আউশ-আমন মৌসুমে দফায় দফায় দীর্ঘস্থায়ী বন্যা ও অতিবৃষ্টির
কারণে উৎপাদন অনেক কম হয়েছিল। তিনি আরও বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে এ বছর ধান-চালের উৎপাদন বাড়াতে আমরা আপ্রাণ চেষ্টা করেছি। মহামারি করোনাকালে খাদ্য নিয়ে মানুষকে যাতে আতঙ্কে থাকতে না হয়, খাদ্যের যাতে কোনো অভাব না হয় সেটি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দৃঢ়ভাবে কাজ করছে। দেশের ৮০/৮২ ভাগ মানুষ কৃষিকাজের সাথে সম্পৃক্ত। তাই কৃষিকে লাভজনক করতে হবে। কৃষিকে আধুনিকায়ন করতে হবে। তিনি আরও বলেন, একসময় ধানের দাম কমে গিয়েছিল। ২০১৯ সালের পর থেকে ধানের দাম বাড়ানো হয়েছে। এখন কৃষক ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষকদের জন্য ৬০ টাকা কেজির সার ১৬ টাকা কেজি নির্ধারণ করেছে। কৃষি মন্ত্রী বলেন, গার্মেন্টস পন্যও বিদেশে রপ্তানী করতে সরকার কৃষিেেত্র নানা পদপে গ্রহণ করেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, হেফাজতের কাঁধে ভর করে বিএনপি-জামায়াত আবারও ক্ষমতায় আসতে চায়। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। সরকারের পতন ঘটাতে চায়। হেফাজতের শিকড় যত গভীরেই হোক তার মূলোৎপাটন করা হবে। মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। পরিদর্শনকালে হারভেস্টার মেশিনের মাধ্যমে হাওরের ধান কাটার অনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। পরে তিনি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয় পরির্দশন করেন এবং তাদের উদ্ভাবিত বিভিন্ন জাতের ধানের ফলন পর্যবেণ করেন। এ সময় অন্যানের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন, কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ খবির উদ্দিন, কৃষি অফিসার জহিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা রিয়াজ, আবু হাশেম রাফে, মহিবুর রহমান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।