স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত হত্যাকারী হচ্ছে-নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের মানিক মিয়ার ছেলে আতাউর রহমান (৪৫)। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল-ইসলাম এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়-২০০৮ সালের ১৪ নভেম্বর তুচ্ছ ঘটনা নিয়ে বড় ভাই আতাউর রহমান বাঁশ দিয়ে তার ছোট ভাই তৌহিদুর রহমানের (৪০) মাথায় আঘাত করেন। এতে তৌহিদুর রহমান আহত হন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তৌহিদুর রহমানকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৫ নভেম্বর তৌহিদুর রহমান মারা যান। এ ঘটনায় তৌহিদুরের পিতা মানিক মিয়া বাদী হয়ে ১৭ নভেম্বর নবীগঞ্জ থানায় আতাউর রহমানকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই পুলিশ আতাউরকে গ্রেফতার করে। ২০০৯ সনের ২০ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পিপলু শেখর চৌধুরী আতাউরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার ৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে গতকাল আদালত আসামী আতাউরের উপস্থিতিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌসুলী এম আকবর হোসেন জিতু এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।