প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের এক জরুরী প্রতিবাদ সভা গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় েেজলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি অমল কুমান দাস পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইয়াহিয়া চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি যথাক্রমে মোতাব্বির খান, রফিকুল ইসলাম, হাজী আব্দুর রউফ, মাখন পাল, আব্দুল কুদ্দুছ দুলাই, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন, আহসানুল হক সুজা, জাতীয় পরিষদ সদস্য আব্দুল আওয়াল দুদু, ধর্ম সম্পাদক মোস্তফা কামাল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোঃ বাবুল চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক নাজমুল হুদা, যুগ্ম সম্পাদক বখতিয়ার আহমেদ অপু। সভায় বক্তাগণ বলেন-গত ১৯ এপ্রিল হবিগঞ্জ পৌরসভার চিড়াকান্দি আবাসিক এলাকায় লকডাউন ও মাহে রমজানের মধ্যে হামলা ও তান্ডব লীলা চালায়। উক্ত হামলায় আইনশৃংখলা বাহিনীর সদস্যসহ স্থানীয় অনেকেই আহত হয়। যা পরবর্তীতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। কিন্তু ২২ এপ্রিল রাত ২টায় হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মাহবুবুর রহমান সানিকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয়। অথচ মাহবুবুর রহমান সানিসহ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উক্ত কর্মকান্ডে কোন ভাবেই জড়িত নয়। যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ভাইরালকৃত ভিডিও ফুটেজগুলো দেখলেই দিবালোকের ন্যায় স্পষ্ট। নেতৃবৃন্দ মাহবুবুর রহমান সানির নামে দায়েরকৃত মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে মামলা প্রত্যাহার ও সানির নিঃশর্ত মুক্তি দাবি করেন।