স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউ কর্তৃক উদ্ভাবিত বি হাইব্রিড ধান ৫ জাতের ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গুঙ্গিয়াজুরি হাওরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউ এর হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মোহাম্মদ মোজাম্মেল হক, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ রফিকুল ইসলাম, এসেড হবিগঞ্জ এর প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন। মাঠ দিবসে কৃষক কর্তৃক চাষকৃত জনকরাজ জাতের হাইব্রিড ধান ও বি হাইব্রিড ধান ৫ কর্তন ও মারাই করে সকলের উপস্থিতিতে পরিমাপ করা হয়। জনকরাজ জাতের হাইব্রিড ধান বিঘাপ্রতি ২৮ মন ও ব্রি-হাইব্রিড ধান ৫ বিঘাপ্রতি ৩৫মন ফলন পাওয়া যায়।
মাঠ দিবসে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউ এর হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, হাইব্রিড ৫ জতের ধান অধিক ফলনসীল প্রমানিত হয়েছে। এই অধিক ফলনের ফলে কৃষকের ধানচাষে আয় বেড়ে যাবে অন্যদিকে ব্যয় কমে আসবে। কৃষকরা বেশি বেশি করে এ জাতের ধান চাষ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।