স্টাফ রিপোর্টার ॥ চিড়াকান্দি এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষে পুলিশ আহত হওয়ার ঘটনায় ৪০ জনের নাম উল্লেখ করে ১০০/১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে করা হয়েছে। হবিগঞ্জ সদর থানার এসআই আব্দুর রহিম বাদী হয়ে গতকাল রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন বলে জানা গেছে। মামলায় উভয় পক্ষের লোকজনকে আসামীভূক্ত করা হয়েছে।
হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় প্রকাশিত বিভিন্ন সংবাদসহ বিভিন্ন কারণে বিক্ষুব্ধ জনতা নাগরিক সমাজের ব্যানারে গত সোমবার বেলা ২টার দিকে নোয়াবাদ মাঠে জড়ো হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করে। এ সময় চিড়াকান্দি এলাকা থেকে বিক্ষুব্ধ জনতাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্রের গুলি ছুড়া হয়। এতে বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ গলায় আঘাত প্রাপ্ত হন। প্রত্যক্ষদর্শী অনেকে বলছেন ওসি তদন্তর এর গলায় গুলির আঘাত লেগেছে। তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এছাড়া সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন।