স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরের নাগারখানা গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের ঘন্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল ২১ এপ্রিল বিকালে ওই গ্রামের মোস্তাকিম মিয়া ও ছিদ্দিক মিয়ার পরিবারের মধ্যে এ সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ থামানোর চেষ্টা করতে গিয়ে বাগ মহল্লার আব্দুল হাই (৪২), মারমুখী দুই পক্ষের মোস্তাকিম মিয়া (৫৫), মোবাশ্বির মিয়া (২৫), ছিদ্দিক মিয়া (৪৫), ছত্তর মিয়া (৩০), খালেক মিয়া (৪৩), ফারদিন মিয়া (১৮), মঞ্জু মিয়া (৩০), গোলাপজান বিবি (৪৫), মমতাজ বেগম (৪০), আছমা বেগম (৩৫), তাসলিমা আক্তার (২৮), তানজিল (১৯) সহ আরো অনেকে আহত হন। সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে উভয়পক্ষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষের খবর পেয়ে ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামান এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
এলাকাবাসী জানান, কয়েক বছর ধরে ওই গ্রামের মোস্তাকিম মিয়ার পরিবার এবং ছিদ্দিক মিয়ার পরিবারের মধ্যে বসতবাড়ীর হিস্যার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জেরে বুধবার বিকালে উভয় পরিবারের মহিলাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের নারী-পুরুষেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।