স্টাফ রিপোর্টার ॥ গতকাল হবিগঞ্জে নতুন আরো ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৮ জন হবিগঞ্জ সদর উপজেলার ও ২জন চুনারুঘাট উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ২ হাজার ২৮৪ জন এবং সুস্থ হয়েছেন ১হাজার ৭৬৯ জন। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল উপরোক্ত তথ্য জানিয়ে বলেন, করোনায় আক্রান্তের সংখ্যা হবিগঞ্জ জেলায় বেড়েই চলেছে। এ অবস্থায় তিনি সরকারী নির্দেশনা মেনে প্রত্যেকে নিজেকে সুরক্ষার জন্য লকডাউন এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ জানান।