নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ফসল রা বাঁধ পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
গতকাল বুধবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার দীঘলবাক ইউনিয়নের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন জেলা প্রশাসক। পরিদর্শন শেষে এ ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিন, দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া প্রমূখ।