স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের মেধাবী ছাত্র শাকির হোসেনকে ঢাকা ভার্সিটির মহসিন হল থেকে শিবির সন্দেহে পুলিশ আটক করেছে। তাকে ঢাকা সাভার থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। গত সোমবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। সে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ওমরপুর গ্রামের মৃত সুজন মিয়ার পুত্র বলে জানা গেছে।