নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিদায়ী শিক্ষক সামছুল হককে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার সময় বিদ্যালয় হল রুমে ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালিক এর সভাপতিত্বে করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল চন্দ্র দাশ এর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা অফিসার অজয় কুমার সরকার। স্বাগত বক্তব্য রাখেন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান স্বপন, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুল আলম, দীপ্তেন্দু নারায়ন রায়। নবীগঞ্জ শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়া, প্রধান শিক্ষক অভিজিৎ তালুকদার, প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাশ, শিক্ষক সমিতির সাবেক সহসভাপতি কাজী মাসুদ রহমান, বড় ভাকৈর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপেশ চন্দ্র দাশ প্রমূখ। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে ক্রেষ্ট প্রদান করা হয়। উল্লেখ্য, সহকারী শিক্ষক সামছুল হক দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন। প্রায় ৩ যুগ পর তিনি অবসরে গেলেন।