স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জেলা প্রশাসক ইশরাত জাহান করোনা মোকাবেলায় জেলার চিকিৎসা সেবার সার্বিক অবস্থা পর্যবেক্ষণের লক্ষে গতকাল ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক বিষয়ে খোজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল, হবিগহ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোঃ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান।
পরে তিনি সদর উপজেলার উচাইল শংকরপাশা শাহী জামে মসজিদ পরিদর্শন করেন। এ সময় তিনি উক্ত স্থাপনাটিকে পর্যটনের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।