আবুল কাসেম, লাখাই থেকে ॥ করোনা সংক্রমণের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় লাখাইর হাট বাজারগুলোতে পথচারীদের মাস্ক পড়তে উদ্বুদ্ধ করন এবং মাস্ক পড়ে ও নির্দেশনা মান্য করে নির্দিষ্ট দোকান পাট নির্দিষ্ট সময়ের জন্য পরিচালনা ও আগতদের মাস্ক পড়ে চলাফেরা নিশ্চত করতে বাজার মনিটরিং করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং ও সহকারী কমিশনার ভুমি ইয়াছিন আরাফাত রানার যৌথভাবে বাজার মনিটরিং করেন। মনিটরিং কালে মাছবাজার, কাঁচামালের দোকানে স্বাস্থ্যবিধি মানতে বিক্রেতা ও ক্রেতাদের দূরত্ব বজায় ও মাস্ক নিশ্চিত করতে নির্দেশনা দেন। এছাড়াও পবিত্র রমজান ও লকডাউনকে পুঁজি করে কোনো দোকানি অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় যাতে না করে সেজন্য দোকানিদের সতর্ক করে দেন। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করা হয়। মনিটরিংকালে লাখাই থানা পুলিশ সহযোগিতা করেন।