মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বিনামূল্যে ২২শ কৃষকদের মাঝে সার, বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলা পরিষদের সামনে হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ গুলো বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন আহামেদ, ইউনিয়ন চেয়ারম্যান ফারুক পাঠান, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান সহ অনেকেই। প্রত্যেক কৃষককে ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৫ কেজি বীজ দেওয়া হয়। পরে জেলা প্রশাসক ইশরাত জাহান ৫০% উন্নয়ন সহায়তার (ভতুর্কী) কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকের মাঝে কম্বাইন হারভেষ্টার বিতরন করেন। এর আগে তিনি মাধবপুর পৌর শহরের একটি সরকারি পরিত্যাক্ত পুকুর পরিদর্শন করেন।