মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গের জাতুকর্ণপাড়া গ্রামের কুয়েত প্রবাসী আনোয়ার হোসেনের বাড়ীতে চুরির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বানিয়াচং প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে বিশ^ প্রবাসী বানিয়াচং উপজেলা কল্যাণ পরিষদ।
গতকাল মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ^ প্রবাসী বানিয়াচং উপজেলা কল্যাণ পরিষদের সভাপতি অশরাফ উদ্দিন হোসেন খান সুমন, সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাগর, প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, সহ প্রকাশনা সম্পাদক আলতাব হোসেন, পর্তুগাল প্রবাসী ডিএস গাফফার। লিখিত বক্তব্য পাঠ করেন সাংগঠনিক সম্পাদক খালেদ আহমেদ। এ চুরির ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ দ্রুত এ চুরির সাথে জড়িতদের গ্রেফতারসহ চুরি হওয়ার মালামাল উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।