স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম করোনামুক্ত হয়েছেন। গতকাল সোমবার করোনা পরীক্ষার রেজাল্টটি নেগেটিভ এসেছে। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। এ জন্য তিনি মহান আল্লাহ তায়ালাসহ সকল শুভাকাংখীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে করোনা পরীক্ষার রেজাল্টটি নেগেটিভ আসে। তবে অসুস্থতাকালীন সময়ে দোয়া, মাহফিল, প্রার্থনার আয়োজনসহ যারা সার্বক্ষনিক খোঁজ খবরসহ যোগাযোগ রেখেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।