স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার করোনা মুক্তি কামনায় হবিগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আছর শায়েস্তানগরস্থ কার্যালয়ে হবিগঞ্জ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার করোনা মুক্তি, সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনজাত করা হয়। মোনাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর সুস্থতা কামনা করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট শামসু মিয়া চৌধুরী ও এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, এম জি মোহিত, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্য এনামুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহিন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, এডভোকেট বজলুল রহমান, এডভোকেট আলী আজগর, আজম উদ্দিন, শামছুল ইসলাম মতিন, এডভোকেট আফজল হোসেন, নাজমুল হোসেন বাচ্চু, মর্তুজ আহমেদ রিপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল রহমান সিতু, জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা মৎস্যজীবি দলের সভাপতি এডভোকেট মুদ্দত আহমেদ, সাধারণ সম্পাদক ফার”ক আহমেদ, শাহ আলম চৌধুরী মিন্টু, জহিরুল ইসলাম সেলিম, মহসিন শিকদার, আবুল কাশেম জুয়েল, এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল, নজরুল ইসলাম কাওছার, আরব আলী, মোঃ জমির আলী, আব্দুল কাইয়ুম, মিজানুর রহমান সুমন, আবু তাহের, আব্দুল আজিজ, আলাউদ্দিন আহমেদ, হারুনর রশীদ হারুন, মুজিবুর রহমান, মহিবুল রহমান টিপু, লিটন আহমেদ, দেওয়ান মুহাইমিন ফুয়াদ, গাজী খান আফজল, কামাল খান, মঈন উদ্দিন মামুন, আব্দুল হান্নান, জহিরুল হক সজল, আবুল হোসেন, আব্দুল রউফ আব্দুল রাজ্জাক বকুল, রহুল আমিন্ ফকির নেওয়াজ, আলী আকব মনিরুল হক লিটন, আব্দুল সালাম, আলকাজ মিয়া, নিজামুল ইসলাম বেলাল, রবিউল আলম রবি, ইলিয়াস মিয়া, সিরাজুল ইসলাম, ছাত্রদল নেতা শফিকুল আলম লিটন, শাহ রাজিব আহমেদ লিটন, এম হাফিজুল ইসলাম, সাইফুল ইসলাম রকি, গোলাম মাহবুব, আল আমিন তালুকদার, রুমেল খান চৌধুরী, সৈয়দ আশরাফ প্রমুখ।