স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষের ৩ জন নিহতের ঘটনার অন্যতম আসামী মাহমুদ বখত ওরফে মাহমুদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বছরাধিকাল ধরে পলাতক থাকা মাহমুদ সুনামগঞ্জের চাঞ্চল্যকর প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব অপহরণ মামলায় মাহমুদ গত ২১ মে গ্রেফতার হয়। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কামাল আহমেদের আদালতে তাকে হাজির করা হলে বিচারক তার জামিন না মঞ্জুর করেন।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামে ২০১৩ সালের ১০ মে হামলার ঘটনায় গ্রেফতারকৃত মাহমুদের প্রতিপক্ষ স্বপন পক্ষের ৩ জন নিহত হয়। হামলাকারীরা ঘটনাটিকে আড়াল করতে কসবা গ্রামের মজিম উদ্দিনের ছেলে জাকির হোসেন (৩০), রহমত উল্লার ছেলে বাছিত আহমদ (৪৫) ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ধাওরাইল গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে সেবুল মিয়া (৩০) কে খুন করে লাশ বিবিয়ানরা নদীতে ফেলে দেয়। ১২ মে সকালে নদীতে ৩ জনের লাশ ভেসে উঠলে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় কসবা গ্রামের ইকবাল হোসেন স্বপন বাদি হয়ে নঈমুদ্দিন, মাহমুদ বখত, মজিবুর রহমান মজু, ফারুক মিয়া, আবু শহিদ ও নফর উদ্দিনসহ ২’শ ৪জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি সুনামগঞ্জের প্রবাসী নেতা মুজিবুর রহমান মুজিব অপহরণ মামলায় সুনামগঞ্জের পুলিশ ২১ মে মাহমুদ বখতে গ্রেফতার করে। এদিকে মঙ্গলবার হবিগঞ্জ কোর্ট পুলিশ কসবার ৩ হত্যা মামলায় পলাতক মাহমুদকে সুনামগঞ্জ থেকে সকালে হবিগঞ্জ আদালতে নিয়ে আসে।
উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান লিপাই মিয়ার লোকজনের সাথে একই গ্রামের পঞ্চায়েত পরে আওয়ামী লীগ নেতা গোলাম হোসেনের সাথে ২ যুগ ধরে বিরোধ চলে আসছে।