মাধবপুর প্রতিনিধি ॥ মাধপুরে ফসলি জমির উর্বর মাটি ও বালু উত্তোলনের ব্যবহার করা হচ্ছে অবৈধ ড্রেজার মেশিন। উপজেলার ১১টি ইউনিয়নের প্রায় প্রতিটি এলাকাতেই ব্যবহৃত হচ্ছে এই মেশিন। কোন ধরনের অনুমতি ছাড়াই মাটি কাটার কার্যক্রমটি চালিয়ে যাচ্ছে। অবৈধভাবে মাটি কাটার ফলে জমির শ্রেনী পরিবর্তন হয়ে ফসলি জমির পরিমান হ্রাস পাচ্ছে। পরিবেশ দূষিত হচ্ছে। মাধবপুর উপজেলার সোনাই নদী সংলগ্ন আলাকপুর, ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন বেজুড়া, বুল্লা ইউনিয়নের নয়াতিশপুর (ঘাড়গা বাড়ি) জগদীশপুর ইউনিয়নের চাড়াভাঙ্গা, নয়াপাড়া খড়কি সড়কের পাশে নারায়নপুরসহ প্রতিটি ইউনিয়নের প্রায় সকল এলাকাতে চেয়ে গেছে ড্রেজার মেশিনের পাইপ। একশ্রেনীর লোক বিভিন্ন এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানের নাম করে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করে বাণিজ্যিক আকারে মাটি বালি উত্তোলন কার্যক্রম শুরু করে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ্জ জোহরা জানান, ড্রেজার মেশিনের কোন অনুমোদন নাই। আমরা বিভিন্ন এলাকাতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করে আসছি। উপজেলায় আমরা দু’জন ম্যাজিষ্ট্রেট আছি। খোজ নিয়ে ড্রেজারগুলোর বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা নেওয়া হবে।